বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯
প্রতীকী ছবি
বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের নির্মূলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
পুলিশের অভিযান চলাকালে ৪৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৩৯ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। জেলার সব এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বুধবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শওকত আলী বাবু/এএম/জেআইএম