শেরপুরে জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার


প্রকাশিত: ০২:১৮ এএম, ১৭ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

শেরপুরে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা একেএম মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জনবল নিয়োগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতারের পর সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ও দায়রা জজ আদালতে কতিপয় পদে জনবল নিয়োগ করা হয়। এই নিয়োগে কোনো এক প্রার্থীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনের প্রতারণা ও অর্থ আত্মসাতের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

প্রাথমিকভাবে আদালতের কাছে তা প্রমাণিত হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার বিকেলে ‘কাস্টডি ওয়ারেন্ট’ মূলে মোশাররফকে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের কোর্ট ইনস্পেক্টর মো. বদিউজ্জামান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা একেএম মোশাররফ হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
হাকিম বাবুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।