মেহেরপুরে অপহৃত কৃষক উদ্ধার


প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ মার্চ ২০১৭

মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুরে অপহৃত কৃষক মোশারফ হোসেনকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চেংগাড়া গ্রামের সন্ত্রাসী মিন্টু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা হলেন, গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মোমিনের ছেলে জিনারুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার আমঝুপি গ্রামের ঈমান আলীর ছেলে উমেদ আলী (২৮)। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

আসিফ ইকবাল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।