মেহেরপুরে অপহৃত কৃষক উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুরে অপহৃত কৃষক মোশারফ হোসেনকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চেংগাড়া গ্রামের সন্ত্রাসী মিন্টু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা হলেন, গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মোমিনের ছেলে জিনারুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার আমঝুপি গ্রামের ঈমান আলীর ছেলে উমেদ আলী (২৮)। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
আসিফ ইকবাল/এআরএ/পিআর