নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৮ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আফরিন ওহি নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

নিহত কলেজ ছাত্রী সুমাইয়া আফরিন ওহি সদর উপজেলার বাবুর পুকুরপার এলাকার খোরশেদ আলমের মেয়ে এবং রানী ভবানী সরকারি মহিলা কলেজের এইসএসসি পরীক্ষার্থী।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিএনজি যাত্রী নিয়ে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা আগমনী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।