শেরপুর প্রশাসনের ই-সেবাকেন্দ্রের অফিস সহকারী প্রত্যাহার


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৯ মার্চ ২০১৭

শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের ই-সেবা কেন্দ্রের ফ্রন্ট ডেস্কে সেবার বদলে অফিস সহকারী রফিকুল ইসলামের হাতে এক সেবাপ্রত্যাশী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সেবা সেবাপ্রত্যাশির এএসএম রশিদ মানিক (৪৫) শহরের সজবরখিলা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই অফিস সহকারী রফিকুল ইসলামকে প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সেবা প্রত্যাশী এএসএম রশিদ মানিক জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে জানান, গত ১৫ মার্চ তার জমির আরওআর-এর নকল সরবরাহের জন্য আবেদন জানালে অফিস সহকারী রফিকুল ইসলাম সবকিছু করে দেয়ার কথা বলে ওই সেবা প্রত্যাশীর কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেন।

রোববার দুপুর ১২টার দিকে ফ্রন্ট ডেস্কে ওই অফিস সহকারীর দফতরে গিয়ে আবেদনকৃত জমির আরওআর নকল চাইলে অফিস সহকারী রফিকুল ক্ষেপে যান।

একপর্যায়ে তিনি (রফিকুল) টেবিলের অপর প্রান্ত থেকে লাফিয়ে তার (মানিক) ওপর চড়া হয়। এতে তার চোখের চশমা ভেঙে যায় এবং নাকে আঘাতে রক্তাক্ত হন। এ সময় ওই অফিস সহকারী তার অফিসের একটি চেয়ার ভেঙে ফেলেন এবং কম্পিউটার ফেলে দেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, এ ঘটনা জানার পর ওই অফিস সহকারীকে সেখান থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।