নাটোরে ছাদ ধসে মাদরাসাছাত্রের মৃত্যু
নাটোরে সদর দরজার ছাদ ধসে সাদ্দাম হোসেন নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নাটোর শহরের জামহুরিয়া মাদরাসারছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দাম বিকেল ৩টার দিকে নিজ বাড়ির গেটের ওপরে নির্মিত ছাদ ঝাড়ু দিচ্ছিল। এসময় ছাদটি ধসে পড়লে সাদ্দাম চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় সাদ্দাম।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি