শেরপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৩ মার্চ ২০১৭

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের ফলার আঘাতে দুলাভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই (৫৫) ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে আব্দুল হাই এবং তার শ্যালক আশরাফ আলী, লিটন ও তার সহযোগীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আশরাফ আলী ফলা দিয়ে (দেশীয় ধারালো অস্ত্র) দুলাভাই আব্দুল হাইয়ের বুকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

এসময় দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

হাকিম বাবুল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।