বড়াইগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৩ মার্চ ২০১৭

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আয়জান বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় পুত্রবধূ আজেলা বেগম আহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে দুটি গরু, দুটি ঘরসহ বাড়ির অন্যান্য আসবাবপত্র।

বুধবার গভীর রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে  এ ঘটনা ঘটে।

নিহত আয়জান বেগম ওই গ্রামের মৃত আজহার সরকারের স্ত্রী এবং আসাদ সরকারের মা।

নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু এবং এলাকাবাসী জানান, আসাদ সরকারের বাড়িতে গভীর রাতে গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আসাদ সরকারের বৃদ্ধ মা আয়জান বেগম আগুনে পুড়ে মারা যান। দুটি গরু এবং ঘরের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ আজেলা বেগম গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।