শেরপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ মার্চ ২০১৭

শেরপুরের নালিতাবাড়ীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মফিজ উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে সেই টাকা আদায় করে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী।

এ মামলার নথি থেকে জানা যায়, বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করার কারণে নিজবাড়িতে দাদির কাছে থাকতেন ওই প্রতিবন্ধী কিশোরী। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় দাদি ফিরোজা বেগম পাশের পুকুরে গোসল করতে যান।

এ সময় মফিজ উদ্দিন ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষক মফিজ উদ্দিনকে আসামি করে দাদি ফিরোজা বেগম নালিতাবাড়ী থানায় মামলা করেন। এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

আদালত ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।