আইএসআই আমাদের দেশে জঙ্গিদের উৎসাহ দেয় : কৃষিমন্ত্রী


প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩০ মার্চ ২০১৭

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ‘আমাদের দেশে জঙ্গিদের উৎসাহ দেয়’। একদল মানুষ উঠে পড়ে লেগেছে বাংলাদেশে ‘আইএস’ আছে তা প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি আস্তানাগুলোতে হঠাৎ করে আক্রমণ করে না। প্রথমে গিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেয়। তারা স্বাভাবিক জীবনে ফিরে এলে সরকার তাদের সহযোগিতা করবে। না মানলে আমাদের বাহিনী পরে আক্রমণ করে।

বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কয়েকটা মানুষ আর কয়েকটা বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এসব করে যদি কিছু হতো তাহলে অনেক দেশেই অনেক কিছু হতো।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও চুরি হয়েছে বলেছিল। আজকে কানাডার কোর্টে প্রমাণ হয়েছে বিশ্বব্যাংক সেদিন মিথ্যা বলেছিল। ওই প্রকল্পে কোনো চুরি হয়নি, দুর্নীতিও হয়নি।

তিনি বলেন, সেদিন যারা এমন মিথ্যা সাজিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই মানহানির জন্য বিশ্বব্যাংকের তৎকালীন কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক প্রমুখ।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।