৮৫ বছর বয়সেও বয়স্ক ভাতা জোটেনি ঠুনি বিবির


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৫ এপ্রিল ২০১৭

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। শরীরে বাসা বেধেছে নানান রোগ-ব্যাধী। কানেও শুনতে পান না। নওগাঁর রাণীনগরের ঠুনি বিবি ৮৫ বছর বয়সেও বয়স্ক অথবা বিধবা ভাতা থেকে বঞ্চিত। জীবনের শেষ প্রান্তে এসেও তার ভ্যাগে জোটেনি কিছুই। আর কত বয়স হলে তিনি ভাতা পাবেন তার জানা নেই।

জানা যায়, উপজেলার ১নং খট্টেশ্বর ইউপির পশ্চিম বালুভরা গ্রামের মৃত সাহেবুল্লা শাহের স্ত্রী ঠুনি বিবি। ভোটার কার্ডে তার জন্মসাল দেয়া আছে ১৯৩২। ৩ ছেলে ও ১ মেয়ে। প্রায় ৪০ বছর আগে স্বামী মারা গেছেন। ছেলেদের সাংসারিক অবস্থাও তেমন ভালো নয়। বর্তমানে মেজ ছেলের পরিবারের সঙ্গে থাকেন। ঠুনি বিবির ছেলে গরু-ছাগল পালন ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।

ছেলে আব্দুল রাজ্জাক (৬২) বলেন, আমরা নিম্ন আয়ের ও গরীব মানুষ। দিন আনি দিন খাই। মায়ের এই বয়সে তেমন সেবা যত্ন করতে পারি না। অনেক চেষ্টা করেও মায়ের জন্য কোনো ভাতার ব্যবস্থা করতে পারিনি। স্থানীয় ইউপি সদস্যরা টাকা চায়। অথচ অনেক ভালো ও স্বচ্ছলরা বয়স্ক বা বিধাব ভাতার সুবিধা ভোগ করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বলেন, ঠুনি বিবির বিষয়ে জানা আছে। বর্তমানে আমাদের হাতে আর কোনো সুযোগ নেই। আগামীতে তার ব্যাপারে ভাতার ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি আমার জানা নেই। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভাতার আওতায় আনার জন্য চেষ্টা করবো।

আব্বাস আলী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।