মেহেরপুর পৌরসভা নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন মতু


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৫ এপ্রিল ২০১৭

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন বর্তমান পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। মেহেরপুর পৌরসভা নির্বাচনের আপিল কর্মকর্তার দেয়া বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বধুবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোতাচ্ছিম বিল্লাহ মতুর হাইকোর্টের আইনজীবী ইউসুফ খান রাজিব।

আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচন। গেল ২৯ মার্চ যাচাই-বাছাইয়ে মতুর হলফনামায় অসত্য তথ্য থাকার দায়ে প্রার্থিতা বাতিলের আদেশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেরপুর জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

এ আদেশের বিরুদ্ধে গত ৩০ মার্চ আপিল কর্মকর্তা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে আপিল করেন মোতাচ্ছিম বিল্লাহ মতু। আপিল কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর প্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করেন মতু।

এ প্রসঙ্গে মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন, স্থানীয় সরকার আইন ও বিধির অপব্যাখ্যা করে তারা মনোনয়নপত্র বাতিল করেছিল। যেটি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সমুচিত হয়নি। নির্বাচনে হার-জিত বড় কথা নয়, কিন্তু আমার প্রতি তারা অবিচার করেছেন।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।