মাশরাফিকে ফেরাতে মেহেরপুরে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

‘মাশরাফি তুমি ফিরে এসো, তোমার কাছে এই চাওয়া আমাদের, মাশরাফি তোমার অবদান ভোলার না’ এমনই বিভিন্ন লেখা সংবলিত ব্যানার নিয়ে মাশরাফি ভক্তরা হাজির হন মেহেরপুর প্রেসক্লাবের সমানে। তাকে টি-২০ ক্রিকেটে ফেরানোর জন্য আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় মাশরাফিকে টি-২০ ক্রিকেট অধিনায়ক থেকে অপসারণের জন্য বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সমালোচনা করেন বক্তরা।

Mashrafi

বক্তরা বলেন, মাশরাফি বাংলাদেশের সফল অধিনায়ক। তার নেতৃত্বে সব ধরনের ক্রিকেট জেতার ধারাবাহিকতা অর্জন করেছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থার পরিবর্তন শুরু হয়েছে। মাশরাফিকে টি-২০ দলে আবারও অধিনায়ক করার দাবি মাশরাফি ভক্তদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবির, মুজাহিদ মুন্না, আব্দুল আলিম, মানিক।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।