মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫


প্রকাশিত: ০৫:১৮ এএম, ১০ এপ্রিল ২০১৭

মেহেরপুর জেলায় চলমান বিশেষ অভিযানে রোববার রাতে ৩৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের তিন থানা ও পুলিশ ক্যাম্পের পৃথক দল বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে।

এদের মধ্যে ঝন্টু মিয়া (৩২) নামের এক সন্ত্রাসীর কাছ থেকে একটি এলজি সাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের নাসির ফকিরের ছেলে। তার নামে মিরপুর, আলমডাঙ্গা ও গাংনী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, চলমান বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৫টি ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে ওই অভিযানে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের একটি বাড়ি থেকে ঝন্টু মিয়াকে আটক করে গাংনী থানা পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ৩৫ জনকে বিভিন্ন মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।