গাংনীতে বন্দুকযুদ্ধে দুই ‘চাঁদাবাজ’ নিহত


প্রকাশিত: ০২:২৫ এএম, ১৪ এপ্রিল ২০১৭

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন চাঁদাবাজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন
পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুইটি কার্তুজ, দুইটি বোমা ও রামদা উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠের মধ্যে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায় পুলিশ।

পুলিশের দলটি সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চাঁদবাজ-সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলির জবাব দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।

এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আসিফ ইকবাল/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।