মুজিবনগর দিবসে চার স্তরের নিরাপত্তা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার বিকেল থেকে গোটা কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে পুলিশ।

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসিটিভি। প্রবেশ পথে আর্চওয়ে গেটসহ তল্লাশি করে অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা থাকছে।

এদিকে পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে পুলিশের প্রয়োজনীয়সংখ্যক সদস্য। এছাড়া থাকছে গোয়েন্দা নজরদারি।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ অনুষ্ঠান শেষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ। রোববার বিকেলে মুজিবনগর আম্রকাননে প্রেস বিফ্রিংয়ে এ নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

আসিফ ইকবাল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।