মেহেরপুরে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৭ এপ্রিল ২০১৭

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে শুরু হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা। সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

এছাড়া সকাল সাড়ে ১০টার সময় শেখ হাসিনা মঞ্চে শুরু হবে আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

এর আগে সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নেতৃবৃন্দ। পরে আনছার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট ও গালর্স গাইড কতৃক গার্ড অব অনার প্রদান করা হবে।

এছাড়াও বিকেল ৫টা থেকে শুরু হবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।