মেহেরপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২১ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

মেহেরপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটনের তিনটি নির্বাচনী প্রচরণা কেন্দ্রের আসবাপত্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ আগুনের ঘটনা ঘটে। তবে কে বা কারা শত্রুতাবসত এ আগুনের ঘটনা ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নির্বিঘ্নে প্রচার প্রচারণা করছে সব প্রার্থী। সরকারি দলের পক্ষ থেকে কোনো ধরনের বাধা প্রদান করা হচ্ছে না। অথচ এ সুযোগে আওয়ামী লীগের নির্বাচনী প্রচরণা কেন্দ্রে আগুন দিয়েছে বলে জানা গেছে। এতে কিছু আসবপত্রের ক্ষতি হয়েছে।

তবে আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চায়। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। তাই আইনের কাছে এ বিচারও চাওয়া হবে। 

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।