বিআরটিসি বাসের বেহাল দশা : আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা
মেহেরপুর থেকে রাজশাহী ও বরিশাল রুটের বিআরটিসি বাসের অবস্থা খুবই জরাজীর্ণ। তারপরেও বিকল্প কোন বাস না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই চড়ছেন বিআরটিসি বাসে। তবে রাষ্ট্রায়াত্ত্ব এই বাহনে চড়ার প্রতি যাত্রীদের চরম আগ্রহ থাকলেও বাসের দুর্দশায় আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা।
২০০১ সালে মেহেরপুর থেকে ১৪টি রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হয়। শুরুতেই আশানুরূপ যাত্রী হওয়ায় লাভের মুখ দেখে বিআরটিসি। কিন্তু বাসের লক্কড়-ঝক্কড় অবস্থার কারণে যাত্রী হারানোর কারণে রুট কমতে থাকে। বর্তমানে শুধু মেহেরপুর থেকে রাজশাহী ও গাংনী থেকে বরিশাল রুটে দুটি বাস চলাচল করছে। এ দুটি বাসের অবস্থায়ও করুণ। পথের মধ্যে প্রায়ই বন্ধ হয়ে যায়। স্ট্যাট করতে যাত্রীদের সিট থেকে নেমে বাস ঠেলতে হয়।
প্রতিদিনই মেহেরপুর থেকে রোগী, ছাত্রছাত্রী ও ব্যবসার কাজে ওই দুটি রুটে অনেক যাত্রী চলাচল করেন। সরাসরি অন্য কোন বাসের সার্ভিস না থাকায় এক প্রকার বাধ্য হয়েই যাত্রীরা উঠছেন বিআরটিসি বাসে। বারবার কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেও মিলছে না ভালমানের বাস। বর্তমানে রাজশাহী রুটের বাসে লাভ হলেও অব্যাহত যাত্রী কমার কারণে লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গাংনী বিআরটিসি কাউন্টার মাস্টার তোতা মিয়া জানালেন, রাজশাহী রুটে বর্তমানে লাভ থাকলেও বাসের বেহাল দশা বরিশাল রুটে ।
তবে যাত্রী সেবার মান নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বিআরটিসি বাস চালক। সুপার ভাইজার বললেন, কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও প্রতিকার হচ্ছে না।
আসিফ ইকবাল/এসএস/পিআর