ঝিনাইদহে ৬ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১ টার দিকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা কালীগঞ্জ শহরের কাশিপুর বেদে পল্লিতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে পুলিশের উপর চড়াও হলে এবং হামলা করতে উদ্যত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা তাদের কারাদণ্ড দেন।
আটকরা হলেন, কাশিপুর বেদেপাড়ার মাদক সম্রাট শামছুল হকের ছেলে সেলিম (৩৬), একই এলাকার তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), আব্দুল খালেকের ছেলে ইসমাইল (৩৫), কাশিপুর মন্ডল পাড়ার সিদ্দিক আলীর ছেলে ইলিয়াস (২৪), একই পাড়ার গোলাম মোস্তফার ছেলে হাফিজুর রহমান (২৪) ও রোকনপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম (২১)।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য বিক্রির গোপন খবর পেয়ে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোশাররফ হোসেন ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইউনুস আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের কাশিপুর বেদে পল্লিতে অভিযান চালান। এসময় ওই পল্লির সেলিমের বাড়িতে পুলিশ অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয়ে তাদের উপর হামলা করতে উদ্যত হয়। এক পর্যায়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় সেখান থেকে ২৬ পুরিয়া গাজা, গাজা কাটারী, ১৩২ টাকা উদ্ধার করা হয়।
পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোলা মাদক সম্রাট সেলিমকে এক বছরের কারাদণ্ড ও বাকি ৫ জনের প্রত্যকে ৬ মাসের করে সাজা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদকদ্রব্য বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ার পর মোবাইল কোর্টে সেলিম নামের একজনকে ১ বছরের ও বাকি ৫ জনকে ৬ মাস করে সাজা দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইউনুছ আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সেখানে অভিযান চালান। এসময় তাদের উপর মাদকব্যবসায়ীরা চড়াও হলে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মোবাইল কোটে ৬ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দেয়া হয়।
এসএস/আরআই