ঝিনাইদহে বিভিন্ন মামলায় আটক ৩১
ঝিনাইদহে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় ৬টি উপজেলা থেকে ৩১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শিহাব উদ্দিন জাগো নিউজকে জানান, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু উপজেলা থেকে ৫ জন, সদর উপজেলা থেকে ৬ জন, শৈলকুপা থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৮ জন, কোটচাঁদপুর থেকে ৪ জন ও মহেশপুর থেকে ৩ জনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমজেড/পিআর