রাঙ্গামাটিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু
রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকা বাঘাইছড়ির সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিয়ালদাহ ও চাইল্যাতলীতে বুধবার বিকাল থেকে ছড়িয়ে পড়া এ ডায়রিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত এ মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ৩০জন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন, ভাতরাই ত্রিপুরা (৩৫), বদরাত্রী ত্রিপুরা (৪৫), বীরবাবু ত্রিপুরা (৫০), লক্ষী ত্রিপুরা (৩০), দির্বরা ত্রিপুরা (২৮), বিদ্যামোহন ত্রিপুরা (৮৫) ও কুসুমতি ত্রিপুরা (৫২)।
ঘটনার ব্যাপারে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, দুর্গত এলাকায় এক হাজার খাবার স্যালাইন পাঠানো হয়েছে। এলাকাটি বাঘাইছড়ি উপজেলা সদর থেকে অন্তত একশ’ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের মিজোরাম সীমান্তবর্তী ওই এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় জরুরি মেডিকেল টিমটি দুপুর নাগাদ পৌঁছাতে পারেনি। আক্রান্তদের জরুরি চিকিৎসায় হেলিকপ্টারযোগে একটি মেডিকেল টিম পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।
উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও শিয়ালদাহ গ্রামপ্রধান জিপ্পুতাং ত্রিপুরা জানান, ওই এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত অন্তত ৩০ জন মুমূর্ষু অবস্থায় রয়েছে।
তবে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সুশোভন দেওয়ান ডায়রিয়ায় আক্রান্ত মোট ৩০ জনের মধ্যে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি যৌথ জরুরি মেডিকেল টিম হেলিকপ্টারযোগে দুর্গত এলাকায় রওয়ানা হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম। মেডিকেল টিমটি ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। তবে তিনি আক্রান্তদের মধ্যে দুই জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন বলে জানান।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ ৫জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বুধবার বিকাল থেকে এ পর্যন্ত সেখানে ডায়রিয়ায় আক্রান্ত ৭জনের মৃত্যু হয়েছে।
সুশীল চাকমা/এসএস/পিআর