শিক্ষকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়া সেই এসআই ক্লোজড


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৬ জুন ২০১৭

যশোরে এবার এক কলেজ শিক্ষককে ইয়াবা দিয়ে আটক চেষ্টার অভিযোগে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই এস এম শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

সূত্র মতে, ১৩ জুন সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লবের পকেটে ‘ইয়াবা ট্যাবলেট দিয়ে’ আটকের চেষ্টা করেন দারোগা শামীম। ওই সময় কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম বিপ্লব কর্মস্থল থেকে হৈবতপুর ইউনিয়নের মুরাদগড়ে বাড়িতে ফিরছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পৌঁছালে পুলিশ তার গতিরোধ করে। এ সময় ওই দারোগার এক সোর্স শিক্ষকের পকেটে ইয়াবা ট্যাবলেট দেওয়ার চেষ্টা করে। এসময় এসআই শামীম আক্তারও তাকে ‘ইয়াবা’ আছে বলে আটকের চেষ্টা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়। ফলে পরিস্থিতি খারাপ বুঝে এসআই শামীম আক্তার কলেজ শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হন।

ওই ঘটনায় বৃহস্পতিবার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ মোহাম্মদ আবু সরোয়ার এসআই শামীম আক্তারকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।