ভোলায় পাচারকালে ২ কোটি টাকার চিংড়ি আটক


প্রকাশিত: ১১:৪২ এএম, ১৭ মে ২০১৫

ভোলা থেকে খুলনা অঞ্চলে পাচারকালে দুটি ট্রলারসহ প্রায় দুই কোট টাকার চিংড়ি রেণু পোনা আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ৬২টি ব্যারেল (ড্রামে) রেণুর পরিমাণ ছিল ৪০ লাখ। ভোলার মেঘনা নদী থেকে এসব চিংড়ি রেণু ধরা হয়। আজ রোববার ভোরে তেঁতুলিয়া নদীর লাহারহাট এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রউফের নেতৃত্বে শনিবার রাতে তেঁতুলিয়া নদীতে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। এরপর রাত আড়াইটার দিকে লাহারহাট এলাকায় অভিযান চালায় ওই টিম। কোস্টগার্ডের অভিযানের খবর আগ থেকে যাতে পাচারকারীরা টের না পায় এজন্য সর্তক পদক্ষেপও নেয়া হয়। এসব রেণু বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন, আলীমুদ্দিন, বাংলাবাজার, দৌলতখান, লালমোহন অঞ্চলের আড়দ থেকে পাচার হচ্ছিল। আটকের সময় ওই রেনুর মালিক ও পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, চিংড়ি রেণু ধরা ও বিক্রি করা নিষিদ্ধ রয়েছে। পরে এসব রেণু খেয়াঘাট নদীতে অবমুক্ত করা হয়।

অমিতাভ অপু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।