মেহেরপুরে ট্রাক চাপায় নিহত ২


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৮ মে ২০১৫

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর বাজার ও গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে পৃথক দুটি দুর্ঘটনায় কামাল উদ্দীন (৭০) ও আঞ্জিরা খাতুন (৫০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ট্রাক দুটি আটক করেছে পুলিশ। নিহত আঞ্জিরা খাতুন ধানখোলা গ্রামের মজু মিয়ার স্ত্রী এবং কামাল উদ্দীনের বাড়ি কুতুবপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী গাংনী বাসস্ট্যান্ডের চা বিক্রেতা কামরুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো ড ১১-৪৪৭৮) দ্রুত বেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেল ও একটি স্যালো ইঞ্জিনচালিত নছিমনকে ধাক্কা দেয়। নছিমনের কাছেই দাঁড়িয়ে ছিলেন আঞ্জিরা খাতুন। ঘাতক ট্রাকটি নছিমনটিকে ধাক্কা দিয়ে আঞ্জিরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

হাটবোয়ালিয়া এলাকায় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় তিনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।

এদিকে প্রায় একই সময়ে মেহেরপুর-কাথুলী সড়কের কুলবাড়ীয়া বাজারে শৈলমারী গ্রামের পথচারী কামাল উদ্দীনকে একটি দ্রুত গতির ট্রাক (যার নং ঢাকা মেট্রো ট ১১-৬৫০০) চাপা দিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ট্রাক ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।