কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে সিদ্দিক (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনে ডোবায় পরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কোদালধোয়ার পাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে সিদ্দিক ডোবায় পরে মারা যায়।
নাজমুল/এমএএস/আরআইপি