খাগড়াছড়িতে সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২১ জুলাই ২০১৭

ফেসবুকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের বাসিন্দা মো. শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুলাই আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি বাসিন্দাদের মধ্যে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর লক্ষ্যে পোস্টগুলো দেয়া হয়েছে। এতে বাঙালিদের হেয় করে ‘সেটেলার’ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে। 

এজাহারে আইনজীবী ইমতিয়াজ মাহমুদের ফেসবুক পোস্টগুলো পার্বত্য চট্টগ্রামে সাম্পদায়িক দাঙ্গা লাগানোর জন্য পূর্বপরিকল্পিত উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। 

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা শহরের বাসিন্দা মো. শফিকুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলাটি দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।