খাগড়াছড়িতে এক লাখ সদস্য সংগ্রহের টার্গেট বিএনপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৪ জুলাই ২০১৭

খাগড়াছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে নিজের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরাতন সদস্য পদ নবায়নের পাশাপাশি খাগড়াছড়িতে নতুন এক লাখ নতুন সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবু তালেব। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী দুই মাস জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ইউপি সদস্য নিহার কান্তি চাকমা ও ওয়ার্শিটন চাকমার নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।