মেহেরপুরে ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৩১ এএম, ২৬ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

অস্ত্র চোরাচালান মামলায় ভারতীয় নাগরিক ও অস্ত্র ব্যবসায়ী গাজি মন্ডলকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মেহেরপুরের একটি আদালত। বুধবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গাজী রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত গাজি মন্ডল ভারতের নদীয়ার মুরুঠিয়া থানার গান্ধিনা গ্রামের মৃত জহিরুদ্দীন মন্ডলের ছেলে।

২০১৫ সালের ৯ মে গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম কাজিপুর থেকে ২টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছিল র্যাব-৬ গাংনী ক্যাম্প।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, র্যাবের দায়ের করা মামলায় হাজতে ছিলেন গাজি মন্ডল। ২০১৫ সালের ১৮ জুন গাংনী থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দেয়। বিজ্ঞ বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায় ঘোষণাকালে গাজি মন্ডল আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য।

আসিফ ইকবাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।