রামগড়ে বিএনপি নেতার বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৮ জুলাই ২০১৭

খাগড়াছড়ির রামগড়ে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচি চলাকালে দলের এক নেতার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৯টায় রামগড়ের বলিপাড়ায় এ ঘটনা ঘটে।

রামগড় উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, রামগড় ইউনিয়ন বিএনপির নেতা মো. বাহার মিয়ার বাড়িতে চলমান সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। এ হামলার ঘটনায় বিএনপি নেতা মো. হারুন মিয়া, মো. মীর হোসেন, মো. বাহার মিয়া, রামগড় ইউনিয়ন যুবদলের ডালিম ও মোল্লা বেলাল মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে মো. মীর হোসেন ও মো. বাহার মিয়াকে গুরুতর অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এ হামলার নিন্দা জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।