যেকোনো মূল্যে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে হবে
প্রাথমিক বিদ্যালয়ে যেকোনো মূল্যে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে হবে। শিশুদের আধুনিক বিশ্বের উপযোগি করে গড়ে তুলতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত `শিক্ষার মানোন্নয়নে ও ঝড়ে পড়া রোধ` শীর্ষক বিদ্যালয়ের শিক্ষকদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের এ ক্ষেত্রে সরকার যেমন আন্তরিক, তেমনি শিক্ষকদেরও আরো বেশি আন্তরকিতার সঙ্গে কাজ করে যেতে হবে।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, ইউএনও মাহবুবুর রহমান, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান প্রমুখ।
রবিউল হাসান/এআরএ/আরআই