শিক্ষার্থীদের ১০ কিলোমিটারের দীর্ঘ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:০১ পিএম, ০৫ আগস্ট ২০১৭

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উপলক্ষে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শোভাযাত্রার উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।

খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ শোভাযাত্রাটি স্বনির্ভর, খবংপুড়িয়া, শব্দমিয়াপাড়া, বাসস্ট্যান্ড, শান্তিনগর, শহীদ কাদের সড়ক, অর্পণা চৌধুরী পাড়া, পানখাইয়া পাড়া, হাসপাতাল এলাকা ঘুরে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রসঙ্গত, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।