মেহেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:০৬ পিএম, ৩১ মে ২০১৫

মেহেরপুরের গাংনী উপজেলায় মুদি ব্যবসায়ী তকিরুল ইসলাম তক্কেল হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন ও একজনকে চার বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আসামি সোহেল ওরফে শিমুল ও বাসিদুল সর্দার।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ৭ মার্চ গম ক্ষেতে তক্কেলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ও বেকসুর খালাস পাওয়া চার আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা মামলার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বোরবার রায় ঘোষণাকালে শুধুমাত্র বেকসুর খালাস পাওয়া আজমত আলী আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্রাচার্য এবং আসামি আজমত আলীর আইনজীবী একেএম শফিকুল আলম।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।