শরীয়তপুরে ইভটিজার সন্দেহে ১০ ছাত্র আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:২৩ এএম, ০৯ আগস্ট ২০১৭

শরীয়তপুরে ইভটিজার সন্দেহে ১০ জন ছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার তুলাসার গ্রামের শহীদুল হকের ছেলে মেহেদী হাসান (১৮), উত্তর বালুচরা গ্রামের, মো. মহিউদ্দিনের ছেলে আলতাফ হোসেন (২২), খোকন সরদারের ছেলে সুমন সরদার (১৬), মনোহর বাজার এলাকার শাহ্ আলম মাদবরের ছেলে রফিকুল ইসলাম (১৮), মো. এস্কান্দার পেদার ছেলে আনিস ইকবাল পেদা (১৮), পালং এলাকার এস্কান্দার মৃধার ছেলে সাজেদুল ইসলাম (১৬), বিশ্বনাথ পেদার ছেলে প্রিয়তম পেদা (১৮), মাহবুবুর রহমান খানের ছেলে শরীফুর আলম খান (১৭), মো. দুলাল পাহাড়ের ছেলে মো. শিউল পাহাড় (১৯), চর পালং গ্রামের লুৎফর রহমানের ছেলে সাইদুর রহমান (১৫)। আটকরা সকলেই স্কুল ও কলেজের শিক্ষার্থী।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, বুধবার দুপুরে ওই ১০ জন ছাত্র শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সামনে ঘুরাফেরা করছিল। এ সময় ডিবি পুলিশের একটি দল তাদের ইভটিজার সন্দেহে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।