পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৪২ এএম, ১০ আগস্ট ২০১৭
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে নড়িয়ার মুলফুদগঞ্জ মজিদ শাহ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজরা হলেন, মৃত তাবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬০), ইব্রাহিম খালাসীর ছেলে রুমান খালাসী (১৪) ও দেলোয়ার হাওলাদারের আড়াই বছরের মেয়ে আয়সা আক্তার। সকলেই শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া ধলু আকনকান্দি গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিদ শাহ্ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এসময় ১১ জন সাঁতরে পারে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধার করতে।

ছগির হোসেন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।