গোপনে প্রবাসীর স্ত্রীকে মিষ্টি দিয়ে দুই ইউপি সদস্য ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৪ আগস্ট ২০১৭

প্রবাসীর স্ত্রীর কাছে মিষ্টি পাঠানোর ঘটনায় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান ও সাবেক মেম্বারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ডোমসার ইউপির ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোদাচ্ছের মাদবর (৩৮) ও সাবেক মেম্বার জব্বার মুন্সী (৪৫)।

স্থানীয়, পুলিশ ও প্রবাসীর স্ত্রীর কাছ থেকে জানা যায়, গতকাল বুধবার রাতে স্থানীয় স্বপন মোল্যাকে দিয়ে চর কোয়ারপুর গ্রামের মালশিয়া প্রবাসী আনিছ উদ্দিন বেপারীর স্ত্রী কাজলী আক্তারের কাছে এক প্যাকেট মিষ্টি পাঠান সাবেক মেম্বার জব্বার মুন্সী।

মিষ্টির প্যাকেটটি দিয়েছে জব্বার মুন্সী। কিন্তু স্বপন মোল্যা কাজলীকে মিষ্টির প্যাকেট দিয়ে বলেছেন বর্তমান মেম্বার মোদাচ্ছের মাদবর পাঠিয়েছেন বলে মিষ্টির প্যাকেট রেখে চলে যায়।

এ ঘটনায় কাজলী মোতাচ্ছের মেম্বারকে ফোন দিলে তিনি মিষ্টির প্যাকেটের কথা অস্বীকার করেন। পরে বৃহস্পতিবার সকালে মোতাচ্ছের মেম্বার বিষয়টি প্রমাণ করার জন্য কাজলী ও জব্বারকে ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাদবরের কাছে নিয়ে আসেন।

এদিকে, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে বর্তমান ও সাবেক মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য পালং মডেল থানায় নিয়ে যায়।

স্থানীয় এনায়েত বেপারী, মো. আশ্রাফ, আলমগীর মাদবর বলেন, জাব্বার মেম্বার যে মিষ্টি পাঠিয়েছে, মিষ্টির ভেতর কালো কিছু একটা দিয়েছে। এগুলো বিষ অথবা নেশাজাতীয় কিছু হতে পারে। আমাদের ধারণা, খারাপ কাজ কারার জন্য এ কাজ করতে পারে মেম্বাররা।

ডোমসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর বলেন, কাজলীর স্বামী বিদেশ থাকে। তাই সম্পর্ক পাকাতেতো মিডিয়া লাগে তাই মিষ্টি একটি মিডিয়া।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ডোমসার ইউপির সাবেক ও বর্তমান মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আর মিষ্টির ভেতর কি ছিল পরীক্ষা করে দেখা হবে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।