বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের নজর নেই : নোমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৮ আগস্ট ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে হাহাকার চলছে। হাজার হাজার কৃষক নিঃস্ব হয়ে পথে বসেছে। কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সরকারের নজর নেই।

সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিএনপির পক্ষ থেকে আমনের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, সরকার জনগণকে ধোকা দিয়ে প্রধান বিচারপতিকে জোর করে অপসারণ করতে চায়। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে আবার ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি সেটা হতে দিবে না। জনগনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও বক্তব্য দেন।
লালমনিরহাটে সাড়ে ৩শ কৃষকের মাঝে আমনের চারা বিতরণের মাধ্যমে সাতটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ কার্যক্রম শুরু করলো বিএনপি।

রবিউল হাসান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।