শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৭

পদ্মা নদীভাঙন ও বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, জজশীপ, ম্যাজিস্ট্রেসি ও শরীয়তপুর জেলা আইনজীবী সহকারী সমিতি ত্রাণ বিতরণ করেছেন।

সোমবার বিকেল ৫টার দিকে নড়িয়া লঞ্চঘাট এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে শরীয়তপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, পিপি অ্যাডভোকেট মির্জা হজরত সাইজী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, অ্যাডভোকেট সরদার আজিজুর রহমান রোকন, অ্যাডভোকেট নুরুল হক হাওলাদার, অ্যাডভোকেট হেলাল উদ্দিন আখন্দ, অ্যাডভোকেট জামাল ভূইয়া, শরীয়তপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শামসুল হক আকন ও সাধারণ সম্পাদক বিল­াল হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণের সময় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, পদ্মা নদীভাঙন ও বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সেমাই বিতরণ করা হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।