বজ্রপাতে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩০ আগস্ট ২০১৭

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- নন্দ মোহন ত্রিপুরা (৩৫) তার মেয়ে স্কুল ছাত্রী ললিতা ত্রিপুরা ও তার ভাতিজা মিথুন ত্রিপুরা। নিহতদের সকলেই মাটিরাঙা উপজেলার দুর্গম তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে তরা নন্দ মোহন ত্রিপুরার বাড়ির আঙিনায় প্রাণ হারায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এবং মিথুন ত্রিপুরা তবলছড়ি গ্রিনহিল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

আকস্মিক বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃতের ঘটনায় নন্দ মোহন ত্রিপুরার পরিবারেরর সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।