বাসে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে অপহরণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামীর উপস্থিতিতে যাত্রীবাহী বাস থেকে স্ত্রী অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ির সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে স্ত্রীসহ বাসযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন মো. নাজমুল হোসেন। বাস মাটিরাঙ্গার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১০/১২ জন নারীসহ ৪ জন পুরুষ কর্মী বাসের গতিরোধ করে এবং বাস (বিছমিল্লাহ পরিবহন) থেকে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই নাজমুল হোসেন প্রথমে গুইমারা থানায় ও পরে মাটিরাঙ্গা সেনা জোনে বিষয়টি জানান। মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে নিরাপত্তাবাহিনী ও গুইমারা থানা পুলিশ অভিযান চালালেও এখন পর্যন্ত অপহৃত নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মুজিবুর রহমান ভুইয়া/আরএস/এমএস