খাগড়াছড়িতে ১৯ জেএমবি’র বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্যগ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি‘র ১৯ সদস্যেদের বিরুদ্ধে আরও তিন জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য্যের বিশেষ আদালতের এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

একইদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্যরে আদালতে হাজির করা হয় এবং স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে খাগড়াছড়ি কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ মামলায় রোববার গ্রহণ করা তিনজনসহ ৪৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণকালে আদালতে ১৯ আসামির মধ্যে জামিনে থাকা তিনজনসহ ১৩ আসামি উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পক্ষে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, দেশের বিভিন্ন জেলায় মামলায় থাকায় ৬ আসামি আদালতে হাজির ছিল না।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন জেলার সঙ্গে একযোগে খাগড়াছড়ির মুক্তমঞ্চ, আদালত প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকায় সিরিজি বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা।

এ ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার আরিফুল ইসলাম ওরফে নাসিরকে আটক করা হলে বেরিয়ে আসে সারাদেশে সিরিজ বোমা হামলার চাঞ্চল্যকর তথ্য।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।