দুই পার্বত্য জেলায় হরতাল সোমবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
ছবি-প্রতীকী

খাগড়াছড়িতে রবিউল নামে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের এক কর্মীকে হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় দুই বাঙালি সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদ।

এছাড়া রোববার তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। শনিবার পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরাজি সাকিব বলেন, রবিউলের হত্যাকারীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। তা না হলে সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের তৈকর্মা নামক স্থানে মোটরসাইকেলসহ রবিউলের মরদেহ পাওয়া যায়। রবিউল পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের গুইমারা উপজেলার কর্মী ছিলেন। তার বাড়ি গুইমারা উত্তর হাজীপাড়ায়।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।