মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার মেহেরপুর সদর থানা থেকে ৪জন, গাংনী থানা থেকে ৩জন ও মুজিবনগর থানা থেকে ৬ জনকে পুলিশ আটক করেছে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, জেলায় নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসএস/এমএস