মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৫ জুন ২০১৫

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার মেহেরপুর সদর থানা থেকে ৪জন, গাংনী থানা থেকে ৩জন ও মুজিবনগর থানা থেকে ৬ জনকে পুলিশ আটক করেছে।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, জেলায় নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।