হবিগঞ্জে ছাত্রদলের ৫ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৮ অক্টোবর ২০১৭

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকা থেকে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ছাত্রদলের ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সদর থানা পুলিশের এসআই হাসানুজ্জামান হাসান বাদী হয়ে শনিবার এ মামলা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, শুক্রবার রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল­ুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের চেষ্টা করেন।

খবর পেয়ে সদর থানার এসআই রকিবুল হাসান ও হাসানুজ্জামানের নেতৃত্বে মোশাহিদ (২২), রিপন (২০), সাইদুল হক (২৫), হাসানুল হোসেন সৌরভ (১৯) ও উজ্জলকে (২৪) গ্রেফতার করে পুলিশ। রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. জিল­ুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাইফুল ইসলাম শিপন, হারিছ চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

ওই মিছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১১টি রামদা, ২টি কিরিচ, ২টি লোহার পাইপ ও ২টি চাইনিজ চাকু উদ্ধার করে পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।