‘উন্নয়নের ধারা উন্নয়নবান্ধব সরকারকেই অব্যাহত রাখতে হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১০ অক্টোবর ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান উন্নয়নবান্ধব সরকার সর্বক্ষেত্রেই জনগণবান্ধব সরকার। জনগণের যেকোনো সমস্যায় সরকার সচেতন, আমাদেরকে শুধু উন্নয়নের জোয়ারে সরকারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক বিবেচনার প্রশংসা করে আন্তর্জাতিক বিশ্ব তাকে মাদার অফ হিউমিনিটি হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্বের বিভিন্ন মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর সুনাম ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, সামছুদ্দিন কালু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল হাই বাবুলসহ সদর দক্ষিণ ও লালমাই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে দক্ষিণ ও লালমাই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।