অস্ত্র উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধে গ্রেফতার ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩০ এএম, ১২ অক্টোবর ২০১৭

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ডাকাত নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দারাগাও চা বাগানের ২ নং সেকশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতি ও হত্যাসহ ৭টি মামলার আসামি মদনকে গতকাল গ্রেফতার করা হয়।

ডাকাতদের অন্যান্য সদস্য গ্রেফতার ও ডাকাতির মালামাল এবং অস্ত্র উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে ওই স্থানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে আহত হয় মদন।

পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি বাহুবল উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।