মাগুরায় সন্দেহভাজন রোহিঙ্গা কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:২১ এএম, ১৩ অক্টোবর ২০১৭

মাগুরা সদর উপজেলার নতুন বাজার এলাকা থেকে সন্দেহভাজন এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইছাখাদা বাজারের মধ্যে বার্মিজ জুতা পায়ে হাতে একটি কাপড়ের ব্যাগ এবং মুখে গামছা পেঁচিয়ে ১৯-২০ বছর বয়সী ওই কিশোরকে ঘুরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কথা বলেনি।

এ অবস্থায় তাকে স্থানীয়রা চেয়ারম্যান কবির হোসেনের জিম্মায় তুলে দিলে সে বাজারের একটি স্যালুনে নিয়ে তার মাথার চুল ছাটিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে পুলিশ সুপারের কার্যলয়ে নিয়ে আসে।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে ওই কিশোরকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হলেও তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।