খালেদা গণতন্ত্রে বিশ্বাসী হলে আদালতে হাজির হবেন : ইনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৩ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

‘খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি করা সরকারের একটি ইস্যু পরিবর্তন কৌশল মাত্র’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনী ষড়যন্ত্রকে বানচাল করে সঠিক সময়ে নির্বাচন করা সরকারের চ্যালেঞ্জ। আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্র বিশ্বাস করেন তাহলে আদালতে নিজেকে হাজির করবেন।

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এসময় ইনু বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর্যুপরি বৈঠকে মিলিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে।

এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।