স্বর্ণপদক পেলেন মাগুরার অ্যাড. আমজাদ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৪ অক্টোবর ২০১৭

আইন সেবায় বিশেষ অবদানের জন্য মাগুরার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন বাবুকে “বিচারপতি সৈয়দ আমীর আলী স্বর্ণপদক- ২০১৭” প্রদান করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা সনদ দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি আব্দুস ছালাম মামুন প্রধান অতিথি ছিলেন। গুড গভার্ন্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সভাপতি শাহ আলম চুন্নু এতে সভাপতিত্ব করেন।

গুড গভার্ন্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

আইন সেবায় বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ২০ জন আইনজীবীকে এ সম্মাননা দেয়া হয়।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।