রাঙ্গামাটিতে উচ্ছ্বাস-উৎসবের নৌকাবাইচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

হারানো ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাঙ্গামাটিতে আয়োজন করা হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০১৭। বুধবার বিকেলে শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকার কাপ্তাই লেকে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ নগরীতে উচ্ছ্বাস ও উৎসবের পরিবেশ তৈরি করে।

প্রতিযোগিতা দেখতে ঢল নামে অগণিত মানুষের। উচ্ছ্বাস আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রতিযোগীরা। হাজার হাজার মানুষের সমাগমে রাঙ্গামাটি পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, পুলিশ সুপার সাঈদ মো. তারিকুল হাসান ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী।

Rangamati

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। এছাড়া প্রশাসনিক, সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা বিকেল ৪টায় শুরু হয়ে চলে শহরের পৌর ট্রাক টার্মিনাল হতে পুরানবস্তি পর্যন্ত কাপ্তাই হ্রদের প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে ১৮ জনের গ্রুপে শিরমণি ত্রিপুরার নেতৃত্বাধীন দল ও ১৫ জনের গ্রুপে জলদাশ ত্রিপুরার নেতৃত্বাধীন দল প্রথম এবং নারী দলে বিভা ত্রিপুরার নেতৃত্বাধীন কিল্ল্যাপাহাড় দল প্রথম ও রচনা ত্রিপুরার নেতৃত্বাধীন আমতলী দল দ্বিতীয় হয়েছে। এছাড়া একক সাম্পান প্রতিযোগিতায় মো. জামাল প্রথম, মান্নান দ্বিতীয় ও দিদার তৃতীয় হয়েছেন।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হওয়া পুরুষ এবং নারী দল প্রত্যেককে ১২ হাজার টাকা করে এবং একক সাম্পানে প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা নগদ পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রণালয় সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাসহ অন্য অতিথিরা।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।